রক্তে রাঙা পলাশের বনে
দাঁড়িয়েছিলে,ফাগুন পূর্ণিমা রাতে
আবিরের ছোঁয়ায় মুখখানি তোমার প্রেম বসন্তে
উদাসীন ভিড়ে আমি রাধার বিরহে
প্রেম খুঁজে ফিরি হৃদয়ের বাঁকে বাঁকে ।
আমার রাধা-মন এখনো কৃষ্ণ ছবি আঁকে ।