মায়ের মুখে শুনেছি তাঁর কথা
দৃঢ়-দীপ্ত কণ্ঠে তাঁর উচ্চারিত ধ্বনি –
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"


সে আমার মায়ের ফেলে আসা দেশ ।


যে এনে দিয়েছিল একটি দেশ
                          স্বাধীন দেশ ।


যে যুদ্ধে বহু নর-নারী, তরতাজা যুবকের রক্ত ঝরেছে পাতায়-পাতায় ।


যে যুদ্ধে বুলেটে-বুলেটে ঝাঝরা হয়েছে সাধারণ মানুষ, শিশু-কিশোর ।


সে যুদ্ধ-পরিত্রাণের একটি ফুল শেখ মুজিবর ।
যে একটি দেশের নাম ।
যে একাত্তরের দামাল ছেলে–
বুক চিতিয়ে এগিয়ে যাওয়া উজ্জ্বল নক্ষত্র ।


যাঁর রক্তে রচিত একটি দেশ ।
আজ সীমানা ছাড়িয়ে আসমুদ্রহিমাচল বিস্তৃত সে ।



আসলে মুজিব একটি সূর্যের নাম ।
মুজিব একটি দেশের নাম ।
মুজিব শত-শত বর্ষের নাম ....


(মুজিব শতবর্ষ )
০৩/০১/২০২১