শেষ পাতাটা যখন ছিঁড়ে গেছে
নৌকা বানিয়ে নিও
ভাসিয়ে দিও ঐ বানভাসি জলে ,
যদি সে ঠিকানা হারায় ,
যদি সে ধাক্কা মারে বুকে
আমায় খুঁজো তবে ।


আমি এখন গাছের ডালে চাঁদিয়ালের সাথে ,


ঝোড়ো হাওয়ায় দেখা হয়েছিল
ওদের কাটাকুটি খেলায় ।


কখনো উড়োজাহাজ কখনো বা এরোপ্লেন ,
ছেঁড়া কাগজের উপকরণে
নানা নক্সায় স্বাধীন আমি ।


অলস দুপুরে পদ্ম হয়ে ফুটেছি
তোমার নরমশোভা হাতে ।
আমাকে বাতাসে ভাসিয়েছো ,
এক সাগর জলে ।
তাই রৌদ্রের গন্ধে অনেক ছুটেছি আমি ,


এখন খোলামনে এক আকাশ বিচরণে


চিঠির খামেই রাত কাটে ।


ভালো থেকো তুমি দুঃস্বপ্নের রাতে ,


অক্ষর সাজিও প্রতিটি পাতায়
ছেঁড়া কাগজের অলিন্দে অলিন্দে ।