সৌহার্দ্যের আলিঙ্গনে -
বুকটা এফোর-ওফোর হয়ে গেল ,
বিশ্বাস গিলে নিল একটি প্রাণ ।


ছাতিম গাছের নীচে তবুও,
ছাতা মাথায় দাঁড়িয়ে থাকত ,
বৃষ্টি এলে ভিজিয়ে নিত এলোমেলো জীবনটা ।



কত রক্তচক্ষুর আড়াল, কত লজ্জা -
কত না তাকে নিয়ে চর্চা ...
সবকিছুকেই অতিক্রম করে নতুন জীবন খোঁজে ।


একদিন হাতে নিল বেদনার তরোয়াল
আজ ভয়ংকর রূপ তার ,
মুহুর্তগুলো মনন ও বোধের জেলে বন্দী করবে ।


তাকে আর মুক্তি নয় ,
যে ছেলেটি দীর্ঘদিন তাকে শুষেছে ,
পুতুল সাজিয়ে খেলেছে আর -
দিনের পর দিন...


তাইতো এ মেয়ের আলিঙ্গন
জেগে ওঠার , জাগিয়ে তোলার
হয়তো জীবনেরও ঊর্দ্ধে নতুন করে
বেঁচে থাকার আলিঙ্গন ।



*** প্রকাশিত : অন্যদেশ , ওয়েব পত্রিকা , ২য় সংখ্যা -১ম বর্ষ , জুলাই -২০১৫