হারিয়ে যাচ্ছি খুঁজে পাচ্ছি না নিজেকে,
হাজার ভিড়ের মধ্যে আমি একা ।
পাওয়া না-পাওয়া লড়াই করছে
বার বার হেরে যাচ্ছি ;
তবু তোমার ছবি মনে পড়ছে ।
তোমার চিবুকের তিল যেন উঁকি মারছে এখনো ,
লজ্জা পেয়ে কখনো মুখ ঢাকছে ।


তোমার কথা এখনো মনে পড়ে ।
মনে পড়ে হাতে হুইস্কির বোতল
আর আমার কাধে হাত দিয়ে
টলে টলে হেঁটে যাওয়া ।
ভুলিনি ! তোমার প্রথম কবিতা
নৌকা বানিয়ে বৃষ্টির জলে ভাসিয়ে দেওয়া ।



*** প্রকাশিত -" কবিতা এই সময়", কোলকাতা বইমেলা ২০১৩