স্টেশনে উত্তেজনা , শূণ্য সকাল ,  
চায়ের কাপে আলাপ , চুমু আর কিছু ...  
মুখোমুখি ঘটনা চলে,   চোখাচোখিতে বুঝে নেওয়া চাওয়া-পাওয়া  ।


গল্প আমার মন্দ না ,  


ভৈরবী মনে মৈথুনের আনন্দ ,  
দিকভ্রান্ত চোরাগলি


সব পেয়েছির দেশে স্বপ্নের সার্থকতা ,


এখনো বিকেলের চিঠিতে
দিনের বর্ননা ,
কানে কানে কথা চালাচালি ,
ভাঙা স্বরে কবিতা পাঠ ,


সবই ছিল তোমার প্রিয় ।


এর পর তুমি লিখেছো - কাল রাতে ঝড় এল আমার উপর ,  


যে বই হাতে দিয়ে বলেছিলে-


'প্রতিটি পাতার গন্ধটুকু নিও।'


দমকা হাওয়ায়  তার ঠিকানা হারালাম ,


মোমবাতির শিখায় লেপে দেওয়া ভালোবাসা
নিঃশেষ হয়ে গেছে ।


নদী সমুদ্র পার হয়ে আজো আমি ভালো আছি ।


ভালো থেকো তুমিও
নীল সাগরের তীরে,
মেঘের আঁচলে ,
এক আকাশের নীচে ।