মুখ ফিরিয়ে নিলে যে ছবি পড়ে থাকে  
তা এঁকেছি এ বসন্তে,
বুকের মধ্যখানে তাজমহল গড়েছি      
শুধু নাম লেখা হয়নি ,      


একশো বছরের ইতিহাস ভরা পাতায়  
উঁকি দিয়ে দেখি প্রেম ছিল কতখানি ?  


তখন পলাশ ফুলের  মালা গাঁথা ছিল  
সম্পর্কের অটুট সুতোয়,
তুমি গন্ধটুকু মেখে নিও   ।    


কবির কাছে প্রতিটি ঋতুই যৌবনভরা কিশোরী      
সেখানে জোয়ার আসে ।


টানা চোখের আদুরে পলকে তাই লিখে নিই আমার প্রেম ।


সন্ধ্যাবেলায় মন্দিরে পূজোর উপকরণে তোমার নাম জপেছি ।


সে চাওয়ার কোনো সীমারেখা ছিল না ।


হাজারো গল্পের মাঝে তোমার মুখখানি ভাসে ।


কখনো ঐ লাল ঠোট যেন এক ভয়ংকর বিপদ সংকেত ।


ও ঠোটে কত রচনা-ই না হ'ল ।


এখন শেষ গল্পটা ভুলে গেছি , ওটা তুমি লিখ ।


আমি বরং পুরনো চিঠির ভাঁজে ভাঁজে অতীত খুঁজি ,
সেখানে এক অন্য পৃথিবী আছে ।



*** কবিতাটি লেখার সময়কাল ১৭ ই সেপ্টেম্বর থেকে ২১শে সেপ্টেম্বর