ঠোঁট ছুঁয়েছে
রাতের তারা আর
মেঘলা নদী



কেউ ভাবছে
নদী হব হাজার
তোর শরীরে



মনের মত
ঘর বেঁধেছি স্বপ্নে
কবোষ্ণ প্রেমে



ঈপ্সিত মুখ
অস্পৃশ্য দুটি চোখ
সে প্রেম খোঁজে



বিকেল বেলা
গোধুলির রঙে যে
ফিনিক্স পাখি ...  



১৫/১১/২০১৫
© জয়দেব বিশ্বাস