আমি তাঁর মৃত্যু দেখেছি কিন্তু কাঁদিনি, গুমরে মরেছি শুধু ,
শ্মশানে জ্বেলেছি আগুন ।
এখনো রাতের আকাশে ফুটে ওঠে
যখন আমার মনে অন্ধকার দুপুর ।


এরপর হয়তো কেটে যাবে আমার আরো কয়েক বসন্ত ,
তবু দ্যাখো তুমি , এ শরীর অনেক আগেই মৃত ।
মৃত্যুর কোনো স্বাদ নেই ,  
তাই পাহাড় চাপা কান্নার শব্দ তোমার নাইবা হ'ল দেখা ,
সবাই আছি , তবু তো আমরা সবাই একা একা ।