এক একটা অন্ধকার দুঃস্বপ্ন এনে দেয়
চিরদিনের মতো মুছে যায় আমার আলোকবর্ষ পেরনো স্বপ্ন
তবে চাঁদকে ছোঁয়ার ইচ্ছে কখনো হয়নি ।


হয়তো আমার মনে এক অমানিশা ভোর
প্রেম হারিয়ে যাচ্ছে বলে কবি হতে পারলাম না ।
হয়তো পেতে চেয়েছি উদ্দাম প্রেম, প্রেম-বিভোর
পায়ের নিচে মাটি নেই, তবু দাঁড়াতেই হবে, শুন্য মন


লড়াই করে বাঁচতে হয় তাই আছি
না হলে আমি কাপুরুষ
যে কবিতার বাঁকে বাঁকে প্রেম তা বড্ড নিঠুর
আজ মনে হয় ;
"ক্ষূধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি" ।