দু'খানি হাত মুঠো করে শপথ নিয়েছিলাম
রাজপথের আলো ছড়াব গহীন অন্ধকারে
সময় পেরিয়ে গেছে অপেক্ষায় অপেক্ষায়
কথার খেলাপ করতে চাইনি
তাই তো এতদিন -



যদি দুটি মুষ্টিবদ্ধ হাত পাই
আমি আবার দৃঢ় মনে শপথ নেব,
একটু একটু করে বদলে দেব সব


আমাকে বুঝে নিও তোমার মতো করে
তোমার অমাবস্যার মতো অন্ধকার জীবনে
পূর্ণিমার মতো স্বচ্ছতা আসুক
কর্দমাক্ত পথের দু'পাশে থাকুক ফুলের সুবাস ।



চেনা জীবনের বাইরেটা আজ মুক্ত
বুঝে নেব দু'জনেই এখন শির-দাঁড়া শক্ত ।