এই বুঝি চলে যাওয়ার সময়
একে একে সবাই যেমন পাড়ি দিচ্ছে রাতের আকাশে
আমার প্রিয় মানুষেরা ।


এই বুঝি অন্ধকারে কাটবে গোটা জীবন
যেমন করে আগের মতো ছুঁতে যাওয়া নিষেধ..
আর হাতে হাত রাখা যাবে না, জড়িয়ে ধরতে মানা
এখন  আবার মুখোশ পরে বাঁচা !


মানুষ কেমন মরে, লাশ পড়ে সারি সারি
মৃত্যু যেনো আপন, জীবনের সাথে আড়ি ।


এভাবে কদ্দিন ?
এর থেকে হতেম যদি মুক্ত বনপাখি
আকাশ আমার, নদী আমার যেদিকে চেয়ে দেখি ।


তবে আমি পাখি হবো ।