আয়নায় পরস্পরের চিত্রনাট্য
দেখা যাচ্ছে নগ্ন ঝর্নিল স্নানের
প্রকাশ্য দৃশ্যের মতন ।
আকাশে সেইসব ছবিগুলি
হয়ে ওঠে প্রেম, কিংবা
প্রেম পরবর্তী বিশ্লেষণ ।


প্রেম জ্ঞাপনের শর্তে ছিল
পরিযায়ী ভ্রমণ সামগ্রীর
আবশ্যিক কথামালার প্লাবন ।
ঘুরন উদ্ভুত তাপে
পুড়ে যাচ্ছে ঘরকন্নার তৈজস
এবং বিবাগী বাউলমন ।


এই রে, তাপ সংক্রান্ত কথায়
বলতে মনে নেই
ভালোবাসার সুতীব্র দহন ।
ভালোবাসা মানে জ্বলে পুড়ে যাওয়া
ভালোবেসে ভালো মতো ভালো
আছে আর কতজন ?