কথারা যখন থাকে কথার বাঁধনে
প্রেমের হৃদয় হয় উদাস গোপনে ।
সমস্ত দিনের শেষে রাত নামে মনে
কথারা কথাই থাকে সকল যতনে ।
এরপর শিরা জুড়ে যেসব কাহিনি
কখনো তাকে তো ভুলে আপন ভাবিনি ।
পাশে নিবিড় কথার অবুঝ চাউনি
দারুণ আবেগে তারা বাজে রিনিঝিনি ।


কথা দিয়ে লেখা কথা, কথার মঙ্গল
মাটি মধ্যে মাটি কথা কতটুকু জল ।
সব জলে আছে বন্ধু সৃষ্টির অনল
প্রাণের জোয়ারে ভরা কথারা উজ্জ্বল ।
কথা কর্ম কথা ধর্ম কথা কর্মফল
কথা দিয়ে লেখা থাক এ কথামঙ্গল ।


(চতুর্দশপদী কবিতা)