আমি হয়তোবা কাব্য জগতে শিশু, তবু বাংলাভাষার ও বাংলাদেশের কবি সাহিত্যিকদের স্বীয় লেখায় স্বাধীনতা প্রাপ্তির পক্ষপাতী।
যদিও তখন স্বাধীনতা ছিলনা...
যখন কবি নজরুল তার কবিতায় সত্যকে উদ্ভাসিত করেন কারাবন্দি জীবনের বিনিময়ে।
আমি সত্য প্রকাশে লেখকের
সীনা ফোলানোর অধিকার প্রতিষ্ঠার পক্ষপাত॥


গণতন্ত্র এবং সাহিত্য,
সত্য এবং সাম্য,
একই চিত্রে রকমারি রঙ্গের ছোঁয়া মাত্র।
লেখনির মাঝে গণতন্ত্রের বা দেশের রাষ্ট্রীয় সমস্যার দিকে ইঙ্গিত করা লেখকের কাজ,
সমাধান করা নয় গণতন্ত্রবিরোধী সত্য যদি প্রকাশের অনধিকার তাহলে লেখকের
সে স্বাধীনতার পক্ষপাতী আমি নই।
অর্ধশিক্ষিত ধর্মভীরু মানুষদের অনুভূতিকে কাজে লাগানোর সব রকম মাল-মসলা নিয়ে লেখাই যদি একমাত্র স্বাধীনতা হয়ে থাকে তাহলে সে স্বাধীনতার পক্ষপাতী আমি নই॥
.
কাব্য চর্চার এই প্রাণবন্ত জীবন্ত উদ্যানে
আমার নতুন পদার্পণ,
আপনাদের কিছু খিচুরি খাওয়ানোর জন্য,
কবিতার নামে কিছু স্বাদহীন খিচুরি।


কাব্য চর্চায় প্রতারিত হয়েছি একাধিকবার
কাব্য প্রকাশ করতেও।


আপনাদের
সঙ্গ,
সহযোগিতা,
পরামর্শ,
উৎসাহ,
প্রেরণা,
লেখনি
আর ভ্রাতৃত্ববোধে
নতুন করে সাজিয়ে নিতে চাই
আপন কাব্যের বারান্দাটাকে ॥