পৃথিবী থেকে বিদায় নিলো আরো এক বসন্ত,
গাছের গলা থেকে খসে পড়ে গেছে ফুলের শোভা ।
কোকিলেরা পাড়ি জমাচ্ছে অজানার দেশে ।
ফুলেরা আর থাকে না ভ্রমরের অপেক্ষায়,
ভ্রমর আর ছুটে আসে না মধুর টানে ।
মৌমাছিরা হারিয়ে গেছে দূর অজানায় ।
শুধু আমি আজো বসে আছি তোমার প্রতীক্ষায়... ।"
.
বিঃ দ্রঃ
"বসন্ত" শিরোনামে উপরোক্ত লেখাটি পড়ে
হয়তো ভাবছেন এটা কি ?
হ্যাঁ... এর বিশ্লেষণ এবং উদ্দেশ্যটা
"কাব্যের স্বরূপ-1"
শিরোনামে আলোচনা সভায় প্রকাশ করেছি ।
.