যখন নিজেকে খুঁজে ফিরি মদের পেয়ালায়
ভেসে ওঠে তোমার কম্পমান প্রতিচ্ছবি,
খুব ইচ্ছে করে, আবার যদি ছুঁতে পেতাম
যে ছোঁয়া আমায় একদা বিভ্রম করেছিল ।
তোমার পিঠ জুড়ে ছড়ানো চুল ছুঁয়েছিলাম
যে গন্ধ আমায় হঠাৎ করেছে মাতাল ।
অথচ আজ উৎকট গন্ধরা আমাকে তাড়া করে
আত্মগোপন করি মাতাল সময়ের খুপরীতে
মাতালতা আমাকে দূরে ঠেলে দেয়
স্মৃতির রাক্ষসী ছোবল থেকে অনেক দূরে ।



(আংশিক)
বইঃ মেঘের প্রাসাদ
প্রকাশকালঃ বইমেলা/২০১৫