অন্যায়ের বিধাতা যারা শির উঁচিয়ে ঘুরছে আজ,
দূর্নীতিতে ছেয়ে গেছে শান্তি প্রিয় এই সমাজ ।
সত্যকে আজ বন্দী করে রাখছে যারা কারায়
অন্যায়ের ঢাক-ঢোল পিটিয়ে ন্যায়কে যারা তাড়ায়
দূর্নীতির জাল টেনে নীতি চরণ তলে মাড়ায়,
নেই কি কেহ সামনে তাদের বুক উঁচিয়ে দাঁড়ায়?
নেই কি রে ভাই বক্ষে কারো একটি বিন্দু বল?
সত্যের ঘা’তে ভাঙতে পারে অন্যায়ের শিকল।


(আংশিক)