উঠতি বয়সের অসীম আবেগের ফাঁদে
যার মূর্তি গড়েছিলাম হৃদয়ের ছাদে,
দীর্ঘ সময় পার করেছি যার অপেক্ষায়,
সে মুখ ফিরিয়ে নিয়েছিল ঘৃণায় ।


মিথ্যে দাম্ভিকতায় জাহির করেছে নিজেকে,
অবশেষে হারিয়ে গেছে
দৃষ্টির সীমানা পেরিয়ে
কোনো এক অজানায় ।


তারপর...
বহুবছর নিজেকে করেছি শাসন,
বন্দি রেখেছি সময়ের কারাগারে ।
হঠাৎ জীবনের প্রান্তে তোমার আবির্ভাব
জীবনের গন্তব্যহীন পথে চলতে চলতে
কখন যে আসন পেতেছ হৃদয়ের মন্দিরে,
বুঝতে পারিনি আজো ।
নিজের অজান্তেই অর্পণ করে চলেছি পূষ্পাঞ্জলি,  
দ্বিতীয় প্রেম জন্ম নিয়েছে অভিশপ্ত বুকে ।


অস্ত্রহীন যুদ্ধে মনের কাছে পরাজিত আমি
তোমার মাঝে খুঁজতে থাকি ঠিকানা,
মাঝখানের দীর্ঘ সময় ধরে
তিল তিল করে জমানো ভালোবাসার সিঁদুর
রাঙিয়ে দিতে চেয়েছি তোমার ললাটে ।


ভাগ্যের নির্মম পরিহাস
তুমিও ফিরিয়ে নিলে মুখ,
আমার অভিযোগ নেই
আছে শুধু মিনতি
তোমার চরণ প্রান্তে হাঁটু গেড়ে
পেতেছি রিক্ত দুহাত
ভালো না বাসো,
অন্তত ঘৃণা কর না ।
একটু ঠাঁই দিও তোমার পদপ্রান্তে
জীবনভর যেন দেখতে পাই তোমায় ।
.
কাব্যঃ মেঘের প্রাসাদ
07.10.2014