মানুষের জীবনগুলো এখন সংখ্যায় পরিণত হচ্ছে,
আর আমরা অনায়াসে গুণতে থাকি
নিহতের সংখ্যা আট থেকে নয় দশ
এখন গিয়েছে পনেরোয়...


জীবনগুলো এখন নিউজফিড কিংবা নিউজপেপারে
বড় করে লেখা কিছু হরফ
কিংবা শিরোনাম


শুধু টঙ্গীর অগ্নিকান্ডই যার সূচনা নয়,
বরং তাজরিন,
রানা প্লাজা,
ডিগনিটি সহ
অসংখ্য ইতিহাস রূপান্তরিত হয়েছে সংখ্যায়
অসংখ্য জীবন পরিণত হয়েছে সংখ্যায় ।


ঈদে বাড়ি ফেরাদের সড়ক দুর্ঘটনা
পত্রিকার কোণে দুই বাই আড়াই ইঞ্চির ক্যালিওগ্রাফি মাত্র,
আর দু একটি সংখ্যার আনাগোণা ।
আজ গাজীপুরের সড়ক দুর্ঘটনায় হারানো
জীবনগুলোর পারিভাষিক নাম  
'নিহতের সংখ্যা সাত' ।


নিম্নবিত্ত থেকে দেশ এখন মধ্যবিত্তে,
সেকেলে থেকে ডিজিটালে,
জঙ্গিমুক্ত,
রাজাকার মুক্ত,
স্বৈরশাসক মুক্ত ।
জীবনের নিরাপত্তা মুক্তও বটে... ।
শুধু নয় জীবন থেকে রূপান্তরিত হওয়া
সংখ্যা মুক্ত ।


10.09.16