ঝাঁঝালো রোদের তাপ
পুড়িয়েছে মন,
শূন্যের মাঝে অবাঁধে সাঁতার কাটে
জ্বলন্ত সূর্য ।
নুইয়ে গেছে আমার শরীর
আমি নির্জীব, ক্লান্ত, অবসন্ন ।
ঠিক তখনই ধূসর মরুর প্রান্তরে
ঈষৎ শীতল বৃষ্টির ছটা...
বললে, আসতে পারবেন ? এদিকে !
শত কিলো দূরে তোমার কাছে
যন্ত্র স্বরূপ ছুটছি অবিরাম
শুধু এক পলক দৃষ্টির তৃষ্ণা মেটাতে ।
যেন জীবন্ত হল আমার ভেতর
আমার বাহির, আমার আমি,
শূন্যে মিলে গেল ক্লান্ততা,
প্রাণ ফিরে পেল অবসন্ন হৃদয় ।


মাঝপথে আমি
গাড়ীর প্রতিটি ঝাকুনি শিহরিত করছে আমায়
হঠাৎ বেজে উঠলো তোমার ফোন
তোমার কথা শুনে থমকে গেল গাড়ীর চাকা  
বন্ধ হল রক্ত সঞ্চালন,
স্তব্ধ হল হৃদস্পন্দন ।
নেমে পড়লাম মাঝপথে
তোমার অস্তিত্ব খুঁজতে
একদৃষ্টে তাকিয়ে রইলাম মহাশূন্যে
পেয়েছি বটে...
শূন্যে ঝুলন্ত জ্বলন্ত সূর্যের মাঝে,
যার উত্তপ্ত অগ্নিশিখা হাজার বছর ধরে
আমাকে পুড়িয়ে করেছে অঙ্গার ।


০৭.১০.২০১৪.