মৃত্যুঞ্জয়ী
        রাসেল মিয়া
        
পরাজিতা নামের মতোই তুমিও
পরাজয় স্বীকার করো না
এ নাম তোমার নিজের দেওয়া নয়
এ নাম দিয়েছে আশেপাশের মানুষগুলো।
তুমি এগিয়ে চলবে,
নিজেকে ঘৃণা করো না
সবাই যখন পর করে তখন
তোমার আপন শুধুই তুমি।
আমি হয়তো আবেগ দিয়েছি
হয়তো ভালোবাসি তাই কাছে আছি
আমি ও একদিন চলে যাবো
হেরে যাবো জীবনের ফাঁদে আটকে গিয়ে!
তুমিতো মৃত্যুঞ্জয়ী
তুমিতো অমর!
তুমি তোমার স্মৃতিগুলোকে
পৃথিবীর জন্য ইতিহাস করে রেখে যেও
আমার অনুভূতি থেকে
এক আকুল আবেদন।