ঈশ্বর আছে কথা কি মিছে?
যদি তা না হয়! তবে বলো ভাই
কেনো তারে ভুলে মানবকূলে
যত অন্যায় অবিচার করে যাই?


কেনো আজ মোরা এতো হিংস্র
স্বার্থের টানে মানি শয়তানে
সৃষ্টি হয়ে কেন স্রষ্টাকে জানিনা?
আসলে জানি কিন্তু তা মানিনা।


যদি মানতাম তবে হয়তো আর!
অন্যের খাদ্য করতাম না আহার
দুর্বল বলে কাউকে ঘৃণা করে
আঘাত করতাম না তার উপরে।


পৃথিবীর ঈশ্বর হয়তো বা টাকা!
তাইতো মানুষ দিনে রাতে তারে
খুঁজে তারে খুঁজে চোখ দুটো বুজে
টাকার জন্য শত অন্যায় করে।


হে সৃষ্টি তুমি জানো না স্রষ্টারে?
যদি তুমি জানো তবে বলো কেনো?
শক্তির জোরে দুর্বলের উপরে
আঘাত করো মিথ্যাকে বুকে টানো।


সত্য বললে কেউ হয় যাবো নাস্তিক?
বুকেতে শয়তান পুষে মুখেতে আস্তিক?
আস্তিক বলে এরা আস্তা কি জানেনা
হয়তো সবই জানে কিন্তু মানেনা।