হারাবে না বলেও হারিয়ে যায়
   অদ্ভুত হলেও নিয়ম তাই
আপন ততক্ষণ যতক্ষণ থাকে
হারিয়ে গেলে কে আর মনে রাখে?


দিন যেমন করে রাতে তে হারায়
আপন মানুষগুলো ও হারিয়ে যায়
আপন ছাড়তে যদিও মনে লাগে ভয়
ভয়কে ও হার মানিয়ে চলে যেতে হয়।


থাকে না থাকে না কেউ থাকে না
থাকা প্রয়োজন হলেও থাকা হয় না
আপন চলে গেলে খুব কষ্ট লাগে
কষ্টটা ও নষ্ট হয় কোনো নতুন আবেগে।


ভাবলে ভাবার মতো অনেক কিছু আছে
কি এক মায়ার বাঁধন বাঁধিয়ে রেখেছে
বাবা থাকে ছেলে যায় এ কি অনিয়ম!
বিবেক বুদ্ধি হারিয়ে বেঁচে রয় অধম‌।