টাকা মানুষকে শিক্ষা দেয়
টাকা মানুষকে উঁচু করে
টাকা মানুষকে মানুষের সামনে
মানুষ হিসেবে নিচু করে।


টাকা মানুষকে সাধু করে
টাকা মানুষকে বানায় চোর
টাকায় নারীকে নষ্ট বানায়
পুরুষকে বানায় নেশাখোর।


টাকাতে হজে হয় হাজী সাহেব
মুছে যায় তার সকল পাপ
টাকার জন্য ডাকাত দস্যু
ছেলের সামনে মারে বাপ।


টাকা পুরুষকে সুন্দর বানায়
এনে দেয় প্রিয় সুন্দর রমণী
টাকা থাকলে উন্নত শিক্ষায়
মানুষ হয়ে যায় জ্ঞানীগুণী।


টাকা মেয়েকে অসহায় করে
বাবার কষ্টে ফেটে যায় বুক
যৌতুকের টাকা না দিতে পেরে
জুটিলোনা মেয়ের ভাগ্যে সুখ।


টাকা মানুষকে আকাশে উঠায়
আবার ফেলে দেয় মাটির তলে
টাকা দিয়েই চলে সব বাহাদুরি
টাকাই সকল খেলা খেলে।