হাহাকারে আছো তুমি
হৃদয় মাঝে ব্যথা
শান্তি চেয়েও শান্তি হারা
ব্যর্থ সকল কথা।


চাইলে কেবল ভালোবাসা
প্রিয়জনের সুখ
বিতাড়িত হয়ে আছো
অনল ভরা বুক।


হায়রে নারী হায় অবলা
এত তোমার কষ্ট
ভালো হতে চেয়েও আজও
ক্রমশই হচ্ছো নষ্ট।


রূপসী আর নেই রূপসী
কষ্টে কাটায় দিন
রূপটা তাহার ঝলসে গেছে
মুখটা তার মলিন‌।


কাঁদে একা শুয়ে শুয়ে
বিধি এই কি লিখে ছিলে?
কপাল মাঝে এই রূপসীর
সদা পুড়ছে সে অনলে।