এটা সমাজ
               "রাসেল মিয়া"
এখানে ক্ষমতাশীল অন্যায় করলে
         চুপ করে থাকতে হয়
এখানে গরিব মানুষের ক্ষুদ্র ভুলকে
     অনেক বড়ো করে দেখা হয়।


এই সমাজের যে প্রভু থাকে একজন
     তাকে সর্বোচ্চ মূল্য দেওয়া হয়
এখানে স্বাধীনতা দেখালে লাভ নেই
      সত্য বললে থাকে মৃত্যুর ভয়।


এখানে চোখ বুজে অন্যায় অবিচার যত
        দুর্বলদের সহ্য করতে হয়
এখানে শয়তানের পক্ষে স্লোগান দিয়ে
       বলা হয় জয় শয়তানের জয়।


এখানে সম্পদশালীদের অন্যায় থাকে না
        তাদের পাপকে পুণ্য বলা হয়
এখানে সুদ ঘুষের টাকায় কোরবানি দিয়ে
       তারা সকলের মন করে জয়।


এখানে সহজেই আসি বলে চলে যাওয়া হয়
        উপকার করলে ঘৃণা পাওয়া যায়
এখানে প্রকাশ্যে শুদ্ধ সাধুর রূপ নিতে হয়
       আবার গোপনে সবকিছু করা যায়।


এখানে মানুষকে মানুষ হিসেবে দেখা হয় না
       দেখা হয় জাত ধর্ম বংশ অনুসারে
এখানে মানুষ হিসেবে ভালোবাসা হয় না
       আঘাত করা হয় ধর্মের নাম ধরে।


  এখানে টাকা থাকলেই জ্ঞানী হওয়া যায়
         ধনীদের সবাই সম্মান করে
   গরিব যতই সত্যনিষ্ঠ হোক না কেন!
       অবহেলা ঘৃণায় ধুঁকে ধুঁকে মরে।


এখানে টাকা থাকলে সব কিছু করা যায়
         হাজী হওয়া যায় হজ করে
যত তার পাপ অন্যায়, সব মুছে যায়, তাকে
         ডাকা হয় হাজী সা'ব নাম ধরে।


   এখানে ধর্ম থাকে সকলের মুখে মুখে
          টাকার জন্য অধর্ম করা হয়
   এখানে সত্য বললে সেটা কবিতা হয় না
       কবিকে চুপ করে থাকতে বলা হয়।