শত বুকের বেদনার ক্ষত
যেন মুছে দিয়ে যাই
আমি সকলের ভালোবাসায়
মানুষ হতে চাই।


তুমি মানুষ আমিও মানুষ
মনুষ্যত্ব সবার আছে
সেটাকে ঘুমন্ত না রেখে
রাখবো জাগ্রত করে কাছে।


তোমরা সবাই আমার ভাই
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান
মানুষ হিসেবে পাশে না থাকলে
হবে এই মনুষ্যত্বের অপমান।


আমি বিনয়ী হতে চাই
হতে চাইনা হিংস্র বন্য
সবাই ভালোবাসা পাবে
সবাই মানুষ কেউ তো নয় পণ্য।


যারা যত বড় অন্যায়কারী
জোচ্চোর, শঠ, দাগাবাজ
তারা হিংস্র তারা শয়তান
তারা ভেদাভেদে দেয় লাজ।


মানুষ হয়ে পশুর মতো
যারা আক্রমণ করে যায়
আমি তাদের মতো হতে চাই না
ভাই, আমি মানুষ হতে চাই।