(গীতি কবিতা)  


আমি পীরের কাছে যাব
তারে সুধাবো
ওপারে পার করিবে
কে আমারে ।। গো


দুনিয়ায় পাঠাইলেন যিনি
কেনই আবার নিবেন তিনি
এই খেলা কেন খেলে
শূন্যতে বসে –
অধম করিয়া মোরে
কেন দিলেন আমায় ছেঁড়ে
জিজ্ঞাসা  করিব আমি
পেলে তাহারে ।। গো


এই দুনিয়ায় আসিয়া
কত কিছু দেখিয়া
বুঝিলাম এটা একটা
আজব জেলখানা -
এই জেলেরই কয়েদি আমি
জেলখানারই ভিতরে ।।


নিয়া আমায় ঐ পারে
রাখবা কেমন করে
কলিজা কাপে দয়াল
তোমারই ডরে –
কত পাপ কত কিছু করেছি
এই জীবন ও ভরে ।।


১৩/১০/১৭