বাবার প্রতিটি ঘামের বিন্দু
মিশে আছে আমার রক্তে-
আর এই ঘামে ভেজা রক্তে মিশে আছে
আমার বাবার হাজার স্বপ্ন।


বাবা তুমি চিন্তা করো না  
আমি ভালো আছি -
দেখবে ঠিক একদিন তোমার স্বপ্ন পুরন করে
তোমার বুকেই ফিরে আসবো।
তারপর তোমার ঘামে ভেজা জামাটা
আমার গায়ে জরিয়ে ; তোমাকে ছুটি দেবো।


আমি জানি - তুমি বড্ড ক্লান্ত
জীবনের এতগুলো সময় ধরে তুমি
বয়ে চলেছো এ সংসারের ঘানি
এবার আমি তোমাকে ছুটি দেবো।
আমার রাজ্যের সিংহাসনে তুমি থাকবে রাজা
আমি তোমাকে রাজার সিংহাসন দেবো।  


আর মা তুমিও ভেবো না    
একদিন আবার তোমার আচল তলে
আমি ফিরে যাবো
মা তুমি কি জানো -
তোমার আঁচলের গন্ধ আমি এখনো  
কতোটা অনুভব করি?  
তোমার হাতের রান্না কতদিন খাওয়া হয় না
চুলার পারে বসে তোমার হাতের সমস্ত স্বাদ
এবার নিয়ে নেবো।


বাবার মতো তোমাকেও ছুটি দেবো
লাল টুকটুকে তোমার একটা বউ মা হবে
তোমার সমস্ত দায়িত্ব ওকে বুঝিয়ে দিয়ে
তোমার ছুটি।
তারপর বাবা হবে রাজা আর তুমি রানী।  


একদিন পাখিডাকা এক ভোরে
সকালের সূর্য্য মাথার উপর উঠার আগেই
খবরের শিরোনাম হয়ে যায়  প্রিয় স্বপ্নের লাশ
ও যেন চিৎকার করে বলছে -
বাবা - মা ওরা তোমাদের স্বপ্ন পুরন করতে
দিলো না।  


০৯/১০/১৯