আমার মা যদি না কাঁদে
                 তাহলে আরো কিছুদিন  
                 তোমাদের মাঝে থাকবো ।  
আর যদি মায়ের চোখে অশ্রু জলের
ভাঙ্গা খেলা দেখি
তাহলে এ মনকে বোঝাতে পারবোনা
দুঃখের আঁধারেই রয়ে যাবো ।


মা হয়তো কাঁদবে ; হয়তো কাঁদবে না
বুকের মধ্যে চাপা একটা যন্ত্রণা নিয়ে
                 নিরব ব্যাথায় সে জ্বলবে ।  
আর আমি রবো সুখে কিংবা দুখে
আমার মায়ের কাছ থেকে অনেক দূরে ।
আর মায়ের শুন্য আঁচল -
বোশেখীর দমকা বাতাসে পত পত করে উড়বে
                  লেজ কাঁটা ঘুড়ির মত  ।
তখন  হয়তো মা নিরবে দাঁড়িয়ে ভাববে –
আমার কথা ।


২৮/০৬/২০০২
কোনাবাড়ী