আমি দখিনা বারান্দায় দাঁড়িয়ে  আছি
সকালের শীত মাখা রোদে স্নান করে
কুয়াশা ভেজা আকাশ দেখতে-
কি স্নিগ্ধ আর অপূর্ব অনুভুতি ??


ভালোবাসার আবেশে হারিয়ে যেতে মন চায়  -
সেই শৈশবের খেরকি ভাঙ্গা ছনের ঘরে
কি সুখ ছিল সে ঘরে
দখিনা বাতাস ছিল , চাঁদের আলো ছিল ,
আর ছিল বাবা মায়ের ভালোবাসা ।


সেই ঘর থেকে বাইরের পৃথিবীতে এসেছি অনেক আগেই
প্রায় দেড়যুগ পরে এসেও এখনো ভুলতে পারিনি
আমার সে ধুলিমাখা গ্রাম ; আমার বাবা মায়ের সে ভালোবাসা
মাগো আমি আবার গ্রামে ফিরে যেতে চাই ।


আবার সেই ছেলেবেলার মতো
ওই নীল আকাশে ঘুড়ি উড়াব , নদীতে ঝাপিয়ে পরে মাছ ধরবো
চাঁদের আলোয় ভেজা খোলা দিগন্তে কানামাছি আর গোল্লাছুটে মেতে উঠবো
জিঞ্জিরামের খেয়া পাড় হয়ে ওপাড়ে চলে যাবো গরুর পালে
খুব ইচ্ছে করে মা;  খুব ।।
আর যদি কখনো আমার সে প্রিয় গ্রামে ফেরা না হয়
তাহলে আমার মৃত্যুর পর আমাকে আমার সে
প্রিয় গ্রামের সবুজ ঘাসের তলে আমাকে যতনে রেখে দিয়ো
আমি অনন্তের পথে শান্তির ঘুম ঘুমাব চিরকাল ।


৭/১২/১৯
গাজীপুর