লাঠি দিয়ে ভর করে
হাটে আমার দাদু,
বাম হাতেরও তালুয় দেখায়
কত রকম যাদু।


বালি দিয়ে বানিয়ে দেয়
বিন্দি ধানের মুড়ি ,
সুতা ছাড়া উড়ায় দাদু
মস্ত বড় ঘুড়ি ।


রাত্রি বেলা আনতে পারে
তাঁরাটারে হাতে ,
নীল আকাশে উড়তে পারে  
পরীর সাথে সাথে ।


তাইতো বলি দাদুর সাথে
নেই যে কারো জুড়ি ,
মুখ ভর্তি আছে যে তার
লম্বা লম্বা দাঁড়ি ।


মার্চ ১৯৯৯ ইং