ফাল্গুনের শেষ বেলায়
যদি তোমার দেখা পাই
একটি ক্ষুধার্ত আবেগ জন্ম দিয়ে
কুড়াবো দুজন শিমুলের ফুল ।


কৃষ্ণচূড়ার ডালে বসে লিখে যাবো
একটি ইতিহাস
যেখানে তুমি আর আমি
শঙ্খচিলের মতো উড়ে বেড়াবো
ধানসিঁড়ির বালুচরে ।
ভরা গাঙ্গের জল ঠোটে ধরে পাড়ি দিব
একটি অরণ্য –
যদি কোন হিংস্র প্রাণীর কবলে পরে যাই
দুজনে প্রানপনে লড়বো
যদি না পারি – নিঃচিহ্ন হয়ে যাবো
সৃষ্টি করবো দুজনের একটি সমাধি ।


১৬/০২/২০০২