যখন চোখের জলে ভিজে যায় আমার উত্তাপ বুকের জমিন
তখন অনেকেই হাসি মুখে চাষ করে সে জমিনে নতুন ফসল ফলাবে বলে
আমার বুকের জমিন ছিন্নভিন্ন করে ফেলে সে চাষীর লাঙ্গলের ফাল
তারপর শুরু হয় চাষাবাদ; মনের মত ফসল ফলাতে থাকে বারমাস
নবান্নের সুখে আনন্দময় হয়ে ওঠে কৃষকের ঘর
অবশেষে আমি আবার পরিত্যাক্ত অনাবাদী জমি ।


এবার আমি ভেবেছি নিজেকে আর উর্বর করে তুলব না
অন্যের চাষাবাদের জন্য – করবনা পলিমাটি বুকে ধারন
নিজের বুকে নিজেই চালাব লাঙ্গল
চৌচির করে দেব নিজের বুক তারপর -
আমি হয়ে যাব অনাবাদী জমি
নিজেকে আর কখনো ভেজাব না অন্যের মুখে হাসি ফোটাতে ।



১৯/০৮/১৭