আমিতো কখনো কবি হতে চাইনি
তাহলে কেন আমাকে – কবি বলে ডাকো ?


আমি কবিতা লিখেছি কবি হতে নয় – তোমাকে ভালোবেসে ।
আমার যতো কবিতার আয়োজন
সবিতো তোমারই জন্য ।


যখন তুমি ছিলে আমার সারাটা হৃদয় জুড়ে
তখন আমি তোমাকে ভেবে কতো শত কবিতা লিখেছি
আবার যখন তুমি  আমার পৃথিবী থেকে অনেক দূরে চলে গেলে
তখনো আমি অসংখ্য কবিতা লিখেছি – লিখছি ।
তাই আমি কবি হতে কখনো কবিতা লিখিনি
যা লিখেছি – তোমাকে ভালোবেসে লিখেছি
আমাকে আর কখনো কবি বলে ডেক না ।


আমি কখনো কবি হতে চাইনি
প্রেমিক হতে চেয়েছিলাম – পারিনি
তুমি আমাকে বানিয়ে দিলে কবি
প্রেমিক কি তাহলে কবি হয় ?
হয়তো হয়- তোমার মতো প্রেমিকার কাছে ।  


৯/৬/১৯