রমণী নদী তুমি
আষাঢ়ে স্রোত তোমার বুকে বহমান
কখনো স্রোতের সাথে ভেসে যায়
কলংকিত লাশ ।


রমণী নদী তুমি
কখনো তোমার স্বচ্ছ জলে পবিত্রতা দেখতে পাই
আবার দেখি – বরশিওয়ালা বালকদের
হতাশ করে তোল
কখনো বা নিঃচিহ্ন হয়ে যায়
নাবিকের সজ্জিত জাহাজ ।


রমণী নদী তুমি
তুমি গোধূলির ‍‍ মুগ্ধতা নিয়ে
দূরে থাকো
শঙ্খচিলের অনুপস্থিতে শুকিয়ে যাও
নদী তুমি হয়ে যাও মরুভূমি ।


২২/০১/২০০২
ডাংধরা