শৈশবের স্মৃতি খুজি
মাগো তোমার ধূলার পথে
কান পাতি মা গল্প শুনতে
দাদীর আসর নেইক রাতে ।


ঘুড়ি হাতে ছোট্ট খোকা
যায়নাতো মা মাঠে
পিদিম জ্বলা সন্ধ্যা বেলায়
মন বসেনা পাঠে ।


কানামাছি গোল্লাছুট
আর খেলেনা শিশু
ইলেকট্রিক্যাল যুগে এখন
ঘরেই কত কিছু ।


তোমার ছেলে ভাবে মাগো
কোথায় আমার গ্রাম
গ্রামের পাশে বয়ে চলা
নেইক জিঞ্জিরাম ।


যে নদীতে সকাল বিকাল
দিতাম আমি ঝাপ
দৃষ্টিসীমায় পরে নাতো
সেই নদীরও মাপ ।


সেথায় এখন চোখে পরে
লাউ তরমুজের টাল
কেরে নিল সবইতো মা
সভ্যতারই কাল ।


১৪/০২/০৭
গাজীপুর