আমার গায়ের সেই মেঠো পথ –  
যে পথে আমি হেটে হেটে আমার ছেলে বেলা পার করে এসেছি
দিগন্ত জোড়া সবুজে বিস্তীর্ণ ফসলি জমির মাঠ  
খাল বিল আর আমার প্রিয় সে জিঞ্জিরাম নদী
আজ এ মন বার বার শুধু তোমার কোলে ফিরে যেতে চায় ।


আমি কিছুতেই ভুলতে পারিনা আমার সে ছেলে বেলার অতীতগুলো  
হাজারো সুখময় সে সব অতীত
মনে আছে – গরুর লেছ ধরে নদী পার হয়ে ওপাড়ে যেতাম
তারপর কাশ ফুলের গোরে ঘর বানাতাম
সংসার সাজাতাম ; আবার সন্ধ্যা হলে ভেঙ্গে দিতাম সে খেলা
তারপর ঘরে ফেরা, মায়ের বকুনি খেয়ে পালাতাম ।


রাত নেমে আসতো আমার গায়ের সেই রঙ্গিন আকাশে
তাঁরা ঝলমলে রাত
কানামাছি আর দারিয়াবান্দায় মেতে উঠতাম ছেলেপুলেরা
কত রাত পর্যন্ত চলত এ খেলা
আবার কোন কোন বাড়ীর কামলারা গানের আসর বসাত
কত আনন্দময় ছিল সে দিনগুলি ।


এখন আর চোখে পরে না সে সব  
গ্রামে গ্রামে এখন নেটওয়ার্ক এর টাওয়ার বসেছে ।


২৮/০৮/১৭