তুমি কি জান এখনো আমি নিশি রাতে জেগে উঠি
তোমার স্বপ্ন দেখে ?
স্কুলের সেই প্রিয় মুহূর্ত গুলো -
আমি আর তুমি স্বপ্ন সাজাতাম আর
মস্ত বড় আম গাছটা আমাদের ছায়া দিয়ে যেত
হয়ত এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সে আম গাছটি ।


কত যে হাজার কদম পা ফেলে আমরা হেঁটে এসেছি যার যার ঘরে  
তার কোন হিসেব আছে ?
সে কথাগুলো মনে করে এখনো কত পুলকিত হই আমি  ।


তোমার সে ঝর্নার মত চুলরাশি যেন পাহাড়ের চুরা থেকে প্রবাহিত হচ্ছে অবিরত
কতবার সে চুলে হাত বুলিয়ে প্রশান্তি অনুভব করেছি
আর শ্রাবন মেঘের দিনে – তোমার ঘরের জানালার পাশে বসে আমি কবিতা লিখতাম
তুমি মুখটিপে হাঁসতে আর বলতে কবি হতে চাও
আমার সহজ উত্তর ছিল – আমিতো কবেই তোমার কবিতার কবি হয়ে গেছি
তারপর তুমি হাসতে হাসতে লুটিয়ে পরতে আমার বুকে
তুমি হয়ত জাননা সেই বুকে আমি হাত রেখে সেদিনের স্পর্শ অনুভব করার চেষ্টা করি


এখনো সে অনুভব একদম আগের মতই
কখনো পুরান মনে হয় না
তবুও সবকিছু আজ বেদনাদায়ক অতীত ।


১৯/০৮/১৭