হেমন্তের ক্ষণ সাঁঝের বিজন পদ্মার তটে একা ,
গাংচিল উড়ে ঐ অাকাশে সখির নাহি দেখা।
কতো বেলা কেটে গেলো তুষের অাগুন জ্বলে ,
স্মৃতি কাঁদায় চলে গেছে অামায় গেছে ভুলে।


জনম্ জনম্ যাকে অামি রেখেছিলাম মনে,
সুখে অাছে ফেলে অামায় রয়ে গেলাম বনে।
নিঠুর ওগো দাগা দিলে সহজ সরল প্রাণে ,
রেখে গেলে কেন তবে মুগ্ধ নিশি ঘ্রাণে।


চৈতালী ঝড় তোলপাড় করে প্রহর কাটে ঘোরে ,
চিত্ত পুড়ে তোমার তরে অাজও অাছি দোরে।
ফাগুন অাগুন শীতে দ্বিগুণ সাগর পানে চাহি ,
শিশির ভেজা সবুজ তরি মরুতটে বোহি।