দূরে অসীমপুরে রাজ্যের শূন্যতায়
নির্জন ভোরে জমানো যত মেঘের ভেলা!
ঠিক সনাতন ধ্রুপদী নৃত্য খেলে ঢেউয়ের তালে তালে!!


চৈত্রের দাহে পোড়া দগ্ধ চিত্ত -
ছুটে আসে প্রতিদিন স্নিগ্ধ ছোঁয়ার আশায়!
চিন্তা ভুল হয় দাবানল কী সহজেই নেভে ; কাঙ্খিত স্বপ্ন চাপা থাকে, নীরবে।


ভাবি ক্লান্তি প্রত্যুষে সব শুরু তো রাঙে না ; শাশ্বত চলে চেনা অবাধ্য আভিজাত্যে।
অনুভূতির দোলা ছায়াহীন হলেও আবেগ কাঁদায় গুমরে গুমরে অহোনিশি অনর্থক!