উত্তম ,শক্ত ,মজবুত কি পাহাড় ?
না তা হবে কেন ,তা তো কাটা যায় -
খন্ড খন্ড করা যায় ,তবে আগুন ?
ধুর ,পানিতেই আগুন শেষ ,থাকে রেশ ?
বেশ বেশ তাহলে মৃত্তিকা ?


কি সব বলো মৃত্তিকাও পুড়ে যায় ..
চেহারা কি দেখা যায় ?তবে কি লোহা ?
পারলে না ,কষ্ট ;লোহা কি গলানো যায় না ..
গলে পানির মত হয় না ?


থাক বলতে হবে না ,শোন দিয়ে মন ..
বন্ধু সুজন 'সাদকা ' বুঝো 'দান '?
এই দুটিতে জুড়ায় মানুষের প্রাণ ।
মানুষ ,মানবতা ,উপকৃত হই ..চিত্তের হয় জয় ।
দান সাদকা মানবতার নাই যে ক্ষয় !
স্রষ্টার করুণা সর্বদা থাকে জেন নিশ্চয় ,
মানুষের প্রেম প্রীতি ভালবাসা কাছাকাছি রয় ।


এর চেয়ে আরও মজবুত কি জানো ?
তবে শোন ,মুখের 'অনুত্তম কথা ''আচরণ '..
সহজেই পাবে করতে সৃষ্টোর চিত্ত হরণ ,
স্রষ্টার কাছে এই 'গুণ 'বড়োই প্রিয় নেই ক্ষরণ ,
সবই পাবে চিত্ত গলবে ,হবে তোমার আপন ;
ঐ পাড়ে তে 'সুখে ' থাকবে সুজন ।