উড়ছে টাকা লুটছে টাকা
প্রবঞ্চকের বেশে,
ধূর্ত ওরাই পাখনা মেলে
দাপায় এখন দেশে !


বানায় বাড়ি কিনে গাড়ি
ছদ্মবেশে তারা ,
অঢেল সম্পদ গড়েও শকুন
চোখটা রাখে খাড়া !


কত নামে ডাকবো তাদের
কুত্তা শুয়োর ভালো ,
যে দিকে চাই ভবের ঘরে
দেখছি সাদা-কালো !


একটা জীবন কত লাগে
নেশায় ডুবে থাকে ,
ঘুমের ঘোরেও জেগে জেগে
ফন্দি ফিকির আঁকে !


এরাই দূষণ সুশাসনে
মর্দের বড়োই অভাব ,
হায়না কী আর হরিণ হবে
রক্ত চোষা স্বভাব !


কষ্ট বুকে নেই তো সুখে
আমজনতা কাঁদে ,
সহজ-সরল পড়ছে তাদের
পাতানো সব ফাঁদে !


বলছি আমি হে তারুণ্য
জাগবে কবে বলি ,
অনেক কষ্টের দেশটি আমার
কেনো চোরাবালি ?


লাল সবুজের দরদ নিয়ে
আর কতকাল পরে ,
জন্ম নিবে সোনার ছেলে
বাংলার ঘরে ঘরে !!