সুনীল শান্ত আকাশ পানে নীড়ের জানলা ভেদে দৃষ্টি মেলি ,
দেখি কষ্টের মেঘগুলো নিঃশব্দে ভেসে যায় ,কোথায় কে জানে!
উড়ে যায় ডানা মেলে একাকী শ্বাস ফেলে পাখি ,
বিস্ময় চিত্ত অপলকে -
চেয়ে থাকি, নিজেকে দেখি !
কেউ কী জানে, শুভ্র মেঘমালার কালো-ভারী হবার ইতিহাস !
কিংবা সবুজাভ পাতার হলদেটে ধূসর হবার সাতকাহন !
কেউ জানে না •••
সময়ের ইতিবৃত্ত !
সবটাই রহস্যে ঢাকা !


এ-যে আকাশ ,কখনো স্বচ্ছ- সুনীল !
কখনো ভয়ঙ্কর আবীরে ছেয়ে যায় ,
রচিত হয় এক একটা অধ্যায় ।
রোজ দেখি ,আমার সাধের (!)বিছানায় শুয়ে শুয়ে !
ক্ষণ -প্রহর কাটে ,জীবনের বৈচিত্র আর প্রকৃতির সাদৃশ্য দেখে দেখে ।
সবই চলে ছকে বাঁধা হয়ে ,কারো সাধ্য নেই রুখার !
এ-যে চির শাশ্বত জীবন -সময়ের উপ্যাখ্যানে !