ওরে ডাক্তার হাতটি ধরি
মানুষ কবে হবি ,
মানবতার মত সুযোগ
কোথায় এত পাবি ?


সু- আচরণ ব্রত হবে
রোগীর সেবার তরে ,
অর্ধেক অসুখ ভালো হবে
প্রাণটা যাবে ভরে !


কত আশায় স্বপ্ন নিয়ে
রোগী ছুটে গেলো ,
সুযোগ বুঝে রক্ত চুষিস
আঘাত নিয়ে এলো !


ভালো মানের সেবা নিতে
দেশটা ছাড়ে রোগী ,
সুস্থ্য হয়ে ফিরে আসে
বলে ভুক্তভোগী ।


এ-দেশেরই রোগী দিয়ে
ডলার পাচ্ছে তারা ,
দোয়াও পেয়ে ধন্য জীবন
নয়তো পথহারা !


ওরা যদি জয় করে মন
তোরা পিছে কেনো ,
সভ্যতারই মাপকাঠিতে
হেয় তোরা জেনো ।


সময় আছে অর্থ-বিত্ত
করলি অনেক কিছু ,
কাজ দেবে না যেতে হবে
জীবন তোর-ই নীচু !


বলছি তোকে ওই নরাধম
শপথ মিথ্যা করিস ,
মরার আগে মানুষ হয়ে
তবেই তোরা মরিছ !


দেখার কথা যাদের ভাগে
চুপটি করে থাকে ,
মনে মনে ফন্দিফিকির
চব্বিশ ঘন্টা আঁকে !


আর কতকাল দেখবো দশা
সোনার বাংলা দেশে ,
আমজনতা কষ্টে কাঁদে
ডাক্তার (!) সাধুর বেশে !!