নিশির উঞ্চতায় জুড়ায়
চিত্ত ,
প্রহর কেটে যায়
এক অনাবিল স্রোতের সুরে ...
তুমি আছ বলে !


যেদিন আর ডাকব না ...
সেই মাধুর্যে ভরা
একটি নামে ...
জানবে -
এই আমি ,
নেই ;
চলে গেছি সুদূরে ...
সেথায় ,
সূর্য আর উঠবে না
পুব দিগন্তে !


রয়ে যাবে শুধু -
স্মৃতির খাস পাতায় ,
কিছু কথা ,
কিছু ব্যথা ,
কিছু ভালো লাগা ,
যা লেগেছিল ...
তোমায় !


কেউ জানবে না ...
শুনবে না
বুঝবে না
রয়ে যাবে
সুপ্ত
নিরন্তর !


শুধু -
জানবে ,
দু'টি হৃদয় ,
তুমি আর
আমি !
তামসী রাতে সৃষ্ট ,
রৌশন কাব্য !


বড়োই অদ্ভূত ...
তাই না !!!
থাক জুড়ে
এই চিত্তে ...