প্রহর থেকে প্রহরে চুপিসারে ,
সবার অগোচরে অযুত কান্নার নির্ঝর ...
তুমি দেখেছ... শুনেছ , শুনতে চেয়েছো ?


অনুভব অনুধাবন করেছ -
নির্জন অার্তনাদ হাহাকার অতৃপ্ত মনের ...
হতাশার চাদরে অাবৃত হাজার জনের,
লাঞ্ছিত অবাঞ্চিত কিংবা নির্যাতিত নিয়ত ,
রক্তেভেজা মাংশে গড়া অামাদের অবয়ব ধারণ করা ,
লক্ষ কোটি জনতার ,
তুষের অাগুনের উত্তাপ , চিতার দাবদাহ?


অামি শুনেছি দেখেছি একান্ত ভাবে -
রোষে ক্রোধে জর্জরিত শেফালির বুক ফাটা কান্না ...
অবাক নিষ্পলক চোখে চেয়ে থাকা ,
কঙ্কালসার শীর্ণ দেহের,
রোগে -শোকে কাতর রহিমের বিলাপ ;
বেকারত্বের গ্লানি বয়ে বেড়ানো ,
সবুজ টগবগে তারুণ্য সজীবের ঝরে যাওয়া ,
অদ্ভূত রসায়নে অাক্রান্ত এক ঝাঁক ,
পায়রার ছটফটানি ,
পরকিয়ার স্রোতে ভেসে যাওয়া শ্যাওলার জীবন ,
বিকৃত অতৃপ্ত মনোদৈহিক বিকালাঙ্গের ,
চরম পরিণতি...!!


অামি বলতে এসেছি বলতে চাচ্ছি ,
চেয়ে দেখ শকুন চিত্রক হায়েনার বিচরণে ,
অামার চিরচেনা সবুজাভ শান্ত বাংলা -
অাজ বিবর্ণ ধূসর রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার গেছে ঢুকে ,


কোথায় সাদা কোথায় নীল অাকাশ...
অামি তো বিস্তৃত কালো মেঘে জমাটবদ্ধ ,
কান্না দেখতে পাই ।


নদীর বুকে বহমান স্রোত প্রশান্ত...
ধীর লয়ে চলে , শুষ্ক চরে ভরা ;
সাগরের উচ্ছাস ফেনিল তাও অজানা ,
অচেনা ঠেকে বর্জ্যের অবাধ মিশ্রণে ...!


অামার চির ঐতিহ্য যা হাজার বছর ধরে,
অন্তরে সুপ্ত চেতনায় লালিত ,
সেই সংস্কৃতি সভ্যতা কালের বিবর্তনে ,
ছিনতাই হতে হতে অাজ লুপ্তপ্রায় !!!!


কোথায় চলেছি অামরা...
পথ জানা নেই ,
শুধু চলছি... গন্তব্যহীন সুদূরে তেপান্তরে ...
নাবিক বিহীন জাহাজের মতো ,
ভেসে চলা...
বন্যার মতো ছুটে চলা ..
চলছি... চলছি...
বিভ্রান্তির রথে !!!