রৌদ্রতপ্ত নির্জন বেলা
প্রলয়ের ঝড় বুকে ,
যুগের পর যুগ নির্ঝর ঝরে
একই দশার মুখে !


দয়ামায়াহীন ভুবন রাজ্য
শোষণ -শাসন চলে ,
চাবুকে চাবুকে লালজবা পিঠে
ক্ষত হাতে নীড় তুলে !!


সমতা মমতা কাগুজে কলমে
অধিকার করো জয়,
এক বন্ধন সুবাস ছড়ায়
নাহি হবে তার ক্ষয় !


উৎসব নামে মিছিলের পথ
কত কথা -বুলি শুনি ,
শ্রমিকের কাঁদা কজন বুঝেছে
সুপ্ত ব্যথার ধ্বনি !!


বলি ওগো শোন জাগো দুটি হাতে
ইস্পাত বাঁধা মনে ,
সংগ্রাম ছাড়া পলি মাটি বুকে
ফলন হবে না রণে !!