একুশ মানে আজ আনন্দ আর বিনোদনের উৎসব ,
চাপা পড়ে গেছে মুক্তির সংগ্রাম বিজ্ঞ নীরব !
বেড়েছে ধন বৈষম্য সব ভোগবাদীতা উঁচু ,
বাঙালি কই বাংলা আমার জগাখিঁচুড়ি নিচুঁ !


একুশ মানে পার্থক্য নেই সেই তো চিত্র দেখি ,
স্বার্থ একই রাষ্ট্র চলে খোলস পরা মেকি !
গাত্রবর্ণে ভাষা-ধর্মে শতাব্দী বয়ে যায় ,
একই আছে তারা নিরাপত্তার সৈনিকটি নাই !


একুশ মানে হার না মানা চলুক কলম শত ,
বায়ান্ন থেকে  যে একাত্তর নদীর পথের মত !
সত্য -ন্যায়ে সাম্যে এসো  চেতনার পথ বুকে ,
ভাষা জাতীয়তাবাদ আজ শোভা পাচ্ছে মুখে !


একুশ মানে শোকের মাতম মিছিলে ভরা পথ ,
উৎকর্ষ নেই কোন ক্ষেত্রেই উল্টো পথে রয় রথ !
জাগার মত কবে জাগবে আমার সাধের মানুষ ,
নোতুন বর্ষা ফাগুনের লালে ঝরুক আসুক হুশ !


মনুষ্যত্বে জ্ঞানে মানে প্রত্যাশার সব আলো ,
ওরে তরুণ সবুজের দল স্বপ্নের আলো জ্বালো !
মুক্তি কিসের বুঝতে হবে সেই চেতনার কথা ,
পথ অনেক দূর আশাই বসে ঘুচবে মনের ব্যথা !


-প্রত্যাশার একুশ , এ . কে . এম .শহীদুল ইসলাম